শ্রীশ্রী ধনঞ্জয় দাস পত্রামৃত

ওঁ হরিঃ
শ্রীবৃন্দাবন
১৬/৪/৪৫
পরমকল্যাণবরেষু–
প্রিয়–
তোমার পত্র পাইয়াছি…. প্রারব্ধে যাহার যাহা আছে, তাহা কেহই খণ্ডন করিতে পারে না। ভগবৎ বিধানের উপর মহাপুরুষগণ হাত দেন না। ভগবানের বিধানের উপর যাহাদের বিশ্বাস না থাকে তাহারাই দৌড়াদৌড়ি করিয়া অধিক অশান্তি ভোগ করে। নিজের অন্তরকে শুদ্ধ করিয়া পবিত্রভাবে ভগবদ্বিধান গ্রহণ করার অভ্যাস না করিলে কখনও শান্তি আসিতে পারে না। নিজেরই কর্ম্মের দোষে দুর্ভোগ ও আর্থিক অভাবজনিত ক্লেশভোগ আসিয়া থাকে, কেহ তাহা দূর করিয়া দিবেন এইরূপ মনে করা ভ্রম। অবশ্য তোমার যদি আশা থাকে ও বিশ্বাস কর তবে তুমি যেরূপ ভাবে দেখিতে ইচ্ছা করিতেছ দেখিতে পার।…. শেষ রাত্রে মুখ হাত ধুইয়া শুদ্ধ বস্ত্র পরিয়া জপ করিতে পার। ইতি–
আশীর্ব্বাদক
শ্রীধনঞ্জয়দাস

অনুলিখন- শ্রী বিশ্বনাথ রায়